চাটমোহরে পাখি শিকারের দায়ে জরিমানা

|

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা এলাকায় নিষিদ্ধ পাখি শিকারের দায়ে শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে আমিরুল ইসলাম (১৯) নামের এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শিকারি আমিরুল উপজেলার গুনাইগাছা ইউনিয়নের সোহারপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন প্রামানিকের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম।

জানা যায়, উপজেলার গুনাইগাছা এলাকায় এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলো আমিরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে শিকার করা ৫টি পাখিসহ আটক করে। এর মধ্যে ছিল বক ও ঘুঘু। পরে শিকার করা পাখি ও এয়ারগানসহ শিকারি আমিরুল ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম তাকে পাখি নিধনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পায় আমিরুল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply