ইউক্রেনের সেনাদের গোপনে প্রশিক্ষণ দেয়ার অভিযোগ উঠেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর বিরুদ্ধে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনাদের সক্ষমতা বৃদ্ধি করতেই এ প্রশিক্ষণ দিচ্ছে তারা। খবর নিউ ইয়র্ক টাইমসের।
শুক্রবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানায়, ২০১৫ সাল থেকেই আমেরিকার দক্ষিণাঞ্চলের একটি গোপন ঘাঁটিতে ইউক্রেনের স্পেশাল অপারেশন এর সৈন্যদের এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ দেয়া হচ্ছে গোয়েন্দাদেরও।
নাম না প্রকাশের শর্তে সিআইএ এর এক সাবেক কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে এসব প্রশিক্ষিত সেনারা যেন সেখানে গেরিলা হিসেবে কাজ করতে পারেন সেভাবেই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, গত আট বছর ধরে সেখানে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ চলছে। তারা ইতোমধ্যেই ভাল যোদ্ধা হয়ে উঠেছে। রাশিয়া আগ্রাসন চালালে সিআইএর এ কর্মসূচির বিরাট প্রভাব পড়বে ইউক্রেনে। এই সেনারা রাশিয়ানদের পিছু হটতে বাধ্য করতে সক্ষম। প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ইউক্রেনের সেনাদের গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধির চেষ্টাও করা হচ্ছে বলে জানান তিনি।
/এসএইচ
Leave a reply