গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে শ্রীপুরের কাওরাইদ এলাকায় ছাত্রলীগ নেতা নয়ন শেখ হত্যা মামলায় অভিযুক্ত বিপ্লব (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব । এসময় তার কাছে থাকা দুইটি মোবাইল জব্দ করা হয়।
শনিবার (১৫ জানুয়ারি) রাতে র্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে শ্রীপুরের কাওরাইদ এলাকা থেকে অভিযুক্ত বিপ্লবকে গ্রেফতার করে র্যাব-১। গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী নয়ন শেখকে বৃহস্পতিবার রাতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে নিহতের বড় ভাই রতন মিয়া বাদী হয়ে ওই ইউনিয়নের যুবলীগের সভাপতি প্রার্থী খায়রুল ইসলাম মীরকে প্রধান আসামি করে অজ্ঞাত ব্যক্তিসহ ৩৫জনের বিরুদ্ধে মামলা করেন ।
অভিযুক্তকে রাতেই শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম।
/এসএইচ
Leave a reply