টেক্সাসের ইহুদি উপাসনালয়ে জায়নবাদীদের জিম্মি করা নিয়ে নাটকীয়তা

|

ছবি: সংগৃহীত।

টেক্সাসের ইহুদি উপাসনালয় বা সিনাগগে জিম্মিদশা ঘিরে চলছে নাটকীয়তা। পরিস্থিতি মোকাবেলায় অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বাহিনী সোয়াট।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে প্রার্থনা চলাকালে চার জায়নবাদীকে জিম্মি করে অস্ত্রধারী। সিনাগগের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সেই অস্ত্রধারী জানান নিজের দাবি। তিনি বলেন, তার শর্ত মেনে নেয়া হলে কারো বিন্দুমাত্র ক্ষতি হবে না। তার চাওয়া- পাকিস্তানি বংশোদ্ভূত মনোবিজ্ঞানী আফিয়া সিদ্দিকির মুক্তি।

২০১০ সালে আফগানিস্তানে এক মার্কিন সেনাকে হত্যাচেষ্টার অভিযোগে ঐ নারীকে ৮৬ বছরের কারাদণ্ড দেন মার্কিন আদালত। জানানো হয়, আল-কায়েদার সক্রিয় সদস্য আফিয়া। তার শাস্তিতে পাকিস্তানের রাজনীতি থেকে মানবাধিকার মহল পর্যন্ত ওঠে নিন্দার ঝড়। বর্তমানে আফিয়া টেক্সাসের সেন্ট্রাল জেলে বন্দি। জিম্মি ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply