টেনিস তারকা নোভাক জোকোভিচ আদালতে করা তার সবশেষ আপিলেও হেরেছেন। ফলে এখন আর তার অস্ট্রেলিয়ান ওপেনে খেলার কোনো সম্ভাবনা নেই।
রোববার (১৬ জানুয়ারি) অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টের ৩ বিচারক সরকারের ভিসা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।
এ সময় জকোভিচকে নিজ দেশে ফেরত পাঠানোরও নির্দেশ দেয় আদালত। ফলে শিরোপা ধরে রাখার মিশনে এবার বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে কোর্টে নামার সুযোগ পাচ্ছেন না নোভাক জকোভিচ। যে হোটেলে তাকে প্রথম থেকে রাখা হয়েছিলো সেখানে তাকে পাঠানো হয়েছে। তবে কখন তাকে দেশে ফেরত পাঠানো হবে তা স্পষ্ট নয় এখনও।
উল্লেখ্য, কাল থেকেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে অনিচ্ছুক নোভাক জোকোভিচ মেলবোর্নে পৌঁছানোর পরই ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া। এক দফা আপিলে জিতলেও, দ্বিতীয় দফায় তার ভিসা বাতিল করেন, অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী এলেক্স হোকি। এ সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিলে করেন জোকোভিচ।
Leave a reply