যুক্তরাষ্ট্রের দিকে রওনা দিয়েছে অভিবাসন প্রত্যাশীদের বিশাল দল

|

ছবি: সংগৃহীত।

আবারও মধ্য আমেরিকা থেকে অভিবাসন প্রত্যাশীদের ঢল যুক্তরাষ্ট্র অভিমুখে। শনিবার (১৫ জানুয়ারি) হন্ডুরাস থেকে রওনা হয় ঘরছাড়াদের বিশাল তিনটি দল।

হন্ডুরাস ছাড়াও নিকারাগুয়ার অনেক নাগরিক আছে দলটিতে। হন্ডুরাসের সান পেদ্রো সুলা শহরে জড়ো হয়ে যাত্রা শুরু করে প্রায় এক হাজার মানুষ। তাদের বেশিরভাগই বয়সে তরুণ। অভিবাসনপ্রত্যাশীর দলটিতে অনেক শিশুও আছে।

শুরুতে গুয়াতেমালা পাড়ি দেয়ার লক্ষ্য তাদের। আরও দু’টি দলও রওনা দেয় একই দিন। গুয়াতেমালা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে প্রস্তুত রয়েছে দেশটির পুলিশ ও সেনাবাহিনী। হন্ডুরাসে কিছুদিনের মধ্যেই দায়িত্ব নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জিওমারা ক্যাস্ত্রো। অর্থনীতি পুনরুদ্ধার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply