হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্ট থেকে দুই বাংলাদেশি মাদ্রাসাছাত্রকে ভারতে ধরে নিয়ে যাওয়ার ৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ রোববার (১৬ জানুয়ারি) বিকেলে সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকের পর তাদের দেশে ফেরত দেয়া হয়। বেলা ১২টার দিকে সীমান্তের জিরোপয়েন্ট থেকে ভারতের বিএসএফ সদস্যরা তাদের ডেকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের।
হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন জানান, আজ রোববার সকালে উপজেলার আলিহাট ইউনিয়নের আলিহাট গাজি আমিনীয়া দাখিল মাদ্রসার অষ্টম শ্রেনীর ছাত্র রুহুল আমিন ও ১০ম শ্রেনীর ছাত্র রিফাত হোসেন হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের কার্যয়ালয়ে করোনার টিকা দিয়ে সীমান্তের জিরোপয়েন্ট দেখতে যায়। সীমান্তের ২৮৫ এর ১০ নম্বর সাব সীমানা পিলার সংলগ্ন স্থানে পৌঁছালে ভারতের বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশ অংশ থেকে ভারতে ধরে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি বিজিবির নজরে আনেন। আটক দুই শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে দিতে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠির মাধ্যমে জানানো হয়।
আটক দুই ছাত্রের কাগজপত্র যাচাই-বাছাই শেষে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের দেশে ফেরত দেয়া হয়।
জেডআই/
Leave a reply