Site icon Jamuna Television

বাড়ির উঠান পরিষ্কার না করায় যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশিকে জরিমানা

ছবি: সংগৃহীত

বাড়ির উঠান পরিষ্কার না করায় এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে যুক্তরাষ্ট্রের এক বিচারক ১০০ ডলার জরিমানা করেছেন। একই সাথে তীব্র ভর্ৎসনা করে ওই বাংলাদেশিকে সম্ভব হলে জেলও দিতেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ৩১তম জেলা বিচারক অ্যালেক্সিস জি. ক্রোট।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের ডেট্রয়েটের হ্যামট্রামকে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত বুরহান চৌধুরী (৭২) তিন বছর ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। শারীরিক দুর্বলতা এবং ছেলে শিব্বির চৌধুরী (২৬) কয়েক মাসের জন্য বাংলাদেশে চলে আসায় বাড়ির আঙিনা পরিষ্কার এবং সম্পত্তির দেখভাল করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল।

আরও পড়ুন: ৩৫০০০ ফুট উঁচুতে জন্ম নিলো শিশু, নাম রাখলেন মিরাকল আয়েশা

শারীরিক এই অবস্থাতেও তার প্রতি কোনো ধরনের সহানুভূতি প্রদর্শন করেননি জেলা জজ অ্যালেক্সিস জি. ক্রোট। জুমে শুনানির সময় চৌধুরীকে উদ্দেশ্য করে বিচারক ক্রোট বলেন, ‌আপনার নিজের জন্য লজ্জিত হওয়া উচিত।

জেলা জজের এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই তাকে ‘অভিবাসীবিরোধী’ আখ্যা দিয়ে তার অপসারণের দাবিতে চেঞ্জ ডট ওআরজিতে অনলাইন আবেদন করেছেন।

/এনএএস

Exit mobile version