Site icon Jamuna Television

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশের যুবারা

ছবি: সংগৃহীত

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশের যুবারা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬ রান।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান। ওপেনার মাহফিজুল ইসলাম সাজঘরে ফিরে গেচ্যহেন ৩ রান করে। ক্রিজে আছেন এখন আরেক ওপেনার আরিফুল ইসলাম ও তিনে ব্যাট করতে নামা প্রান্তিক নওরোজ নাবিল।

এ ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের যুব বিশ্বকাপ মিশন। ইংল্যান্ড ছাড়াও এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত। গত আসরের চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। তাই এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মিশন শুরু করেছে বাংলাদেশের যুবারা।

আরও পড়ুন: বিকেলে ভিরাটের পদত্যাগের ঘোষণা, রাতে শুভেচ্ছা জানালেন সৌরভ

Exit mobile version