Site icon Jamuna Television

সাবেক বিচারপতি টি এইচ খান আর নেই

তাফাজ্জল হোসেন খান। ফাইল ছবি।

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও বিএনপি নেতা তাফাজ্জাল হোসেন (টি এইচ) খান ইন্তেকাল করেছেন। তিনি বার্ধক্যজনিত জটিলতাসহ নিউমোনিয়ায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।

রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় মারা যান তিনি। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

জ্যেষ্ঠ এই বিচারপতির মুত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

১৯২০ সালের ২১ অক্টোবর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঔটি গ্রামে জন্মগ্রহণ করেন টি এইচ খান। ১৯৪৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. অনার্স এবং ১৯৪৬ সালে এমএ পাস করেন। ১৯৪৭ সালে তিনি আইন পেশায় যোগ দেন।

জেডআই/

Exit mobile version