Site icon Jamuna Television

শিল্পীর সামনেই বাদ্যযন্ত্র পুড়িয়ে দিলো তালেবান

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে এক সংগীতশিল্পীর সামনেই তার বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে দেশটির ক্ষমতায় থাকা তালেবান। আফগান এক জ্যেষ্ঠ সাংবাদিকের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তালেবান ওই সংগীতশিল্পীর বাদ্যযন্ত্রে আগুন লাগিয়ে দিলে তিনি কাঁদতে শুরু করেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, আব্দুল হক ওমেরি নামের ওই সাংবাদিকের পোস্ট করা ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় সংগীতশিল্পী যখন কাঁদছেন তখন অস্ত্রধারী এক তালেবান সদস্য তার দিকে তাকিয়ে উপহাসের হাসি হাসছেন। অন্য আরেক সদস্য তার ওই দুরাবস্থা ভিডিও করছেন।

আরও পড়ুন: সূর্যের পর এবার ‘কৃত্রিম চাঁদ’ বানালো চীন

ওমেরি তার টুইটের ক্যাপশনে লিখেন, তালেবান স্থানীয় এক সংগীতশিল্পীর বাদ্যযন্ত্র পুড়িয়ে দিচ্ছেন। আর সংগীতশিল্পী কাঁদছেন। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের জাজাইআরুব জেলায়।

/এনএএস

Exit mobile version