Site icon Jamuna Television

ধনী বিদেশিদের নাগরিকত্ব দেবে পাকিস্তান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের অর্থনীতি চাঙ্গা করতে ইমরান খানের সরকার এবার এক নতুন নীতি ঘোষণা করেছে। নতুন এই নীতিতে বলা হয়েছে, ধনী বিদেশি নাগরিকেরা চাইলে পাকিস্তানে স্থায়ীভাবে থাকার অনুমতি পেতে পারেন। তারা চাইলে পাকিস্তানের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগও করতে পারবেন।

পাকিস্তানের গণমাধ্যম ডন’র প্রতিবেদনে বলা হয়, রোববার (১৬ জানুয়ারি) সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইট করে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, নতুন এই নীতির সাথে সামঞ্জস্য রেখেই অর্থনীতি সংক্রান্ত এই নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এই মন্ত্রী দাবি করেন, এটি এক ঐতিহাসিক পদক্ষেপ। পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার বিদেশি শিল্পপতিরা আবাসন শিল্পে লগ্নি করতে পারবেন।।

আরও পড়ুন: ট্রাম্পকে হত্যার ভিডিও প্রকাশ, টুইটার অ্যাকাউন্ট বাতিল

যদিও পাকিস্তানের বিরোধী রাজনৈতিক নেতাদের বক্তব্য, সন্ত্রাস, অর্থনীতি-সহ নানা সমস্যায় জর্জরিত ওই দেশে বিদেশি ধনকুবেররা কতটা লগ্নি করবেন এবং আদৌ তারা এ দেশে স্থায়ী ভাবে থাকতে আগ্রহী কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

/এনএএস

Exit mobile version