আবুধাবিতে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় নিহত ৩

|

আবুধাবিতে ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা, নিহত ৩।

আবুধাবিতে হুতি বিদ্রোহীদের চালানো ড্রোন হামলায় ৩ জন বিদেশী নাগরিক নিহত হয়েছেন, আহত অন্তত ৬ জন। মৃতদের মধ্যে দুইজন ভারতীয় ও একজন পাকিস্তানি নাগরিক বলে জানা গেছে। ইতোমধ্যে, নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ হামলার দায়ভার স্বীকার করেছে হুতিরা। তারা এমন হামলা আরও চালাতে পারে বলেও হুশিয়ার করেছে। খবর আলজাজিরার।

সোমবার (১৭ জানুয়ারি) আবুধাবি পুলিশের বরাতে আলজাজিরা জানিয়েছে, আবুধাবির প্রসিদ্ধ বাণিজ্যিক এলাকা মুসাফায় তেলবাহী তিনটি ট্রাকে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এছাড়া আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দরের নিকটবর্তী একটি নির্মাণাধীন ভবনেও আগুন লাগার ঘটনা ঘটেছে। দুই স্থানেই ছোট বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

আবুধাবি পুলিশের ধারণা, এগুলো ড্রোনের ধ্বংসাবশেষ। আর ড্রোন হামলার কারণেই বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply