Site icon Jamuna Television

অনলাইনে পিৎজা অর্ডার করে ১৩ লাখ টাকা খোয়ালেন এক নারী

ছবি: সংগৃহীত

অনলাইনে পিৎজা অর্ডার করে ১৩ লাখ টাকা খুইয়েছেন ভারতের এক নারী। অনলাইনে প্রথমে পিৎজা এবং পরবর্তীতে ড্রাইফ্রুট অর্ডার করে পরপর ১১ হাজার ৫০০ টাকা ও এক হাজার ১৭০০ টাকা হারান ওই নারী। সেই টাকা ফেরত পেতে গুগল সার্চ করে একটি নাম্বারে ফোন করেন তিনি। তবে তিনি বুঝতে পারেননি যে এটি একটি প্রতারকের নাম্বার।

আরও পড়ুন: স্বামীর দ্বিতীয় বিয়ের পরিকল্পনা শুনে আঙুল ভেঙে দিলো স্ত্রী

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ফোন পেয়ে ওই নারীকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন অভিযুক্ত প্রতারক। তার কথা মেনে অ্যাপটি ডাউনলোড করেন ঐ নারী। ওই অ্যাপের মাধ্যমে নারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে একপর্যায়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৩ লাখ ৮১ হাজার টাকা সরিয়ে ফেলেন প্রতারক।

এর পরেই ওই নারী মুম্বাই পুলিশের সাইবার অপরাধ বিভাগের দারস্থ হন। তথ্য ও প্রযুক্তি আইনে এফআইআর করে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

/এনএএস

Exit mobile version