আফগানিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নারী-শিশুসহ কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৭ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় কম্পন অনুভূত হয়।
এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাদিস জেলা। ভূমিকম্পে ভেঙে পড়েছে ছোট-বড় ৭ শতাধিক স্থাপনা। মার্কিন ভূত্বাত্তিক জরিপ সংস্থা ইউএসজিসি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির বাদগিস প্রদেশে। আর উৎপত্তিস্থল ছিল সমতল থেকে ৩০ কিলোমিটার গভীরে।
প্রথম কম্পন অনুভূত হওয়ার দুই ঘণ্টা পর আবারও কেঁপে ওঠে গোটা অঞ্চল। দ্বিতীয় দফায় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। স্থানীয় প্রশাসনের উদ্দ্যোগে ভারি বৃষ্টিপাতের মধ্যেই চলছে উদ্ধার অভিযান।
২০১৫ সালে দেশটিতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ২৮০ জনের মৃত্যু হয়।
/এডব্লিউ
Leave a reply