খুলনায় স্কুলশিক্ষার্থীদের করোনা টিকা দেয়া হচ্ছে বিশৃঙ্খল পরিবেশ, চরম অব্যবস্থাপনা আর স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই। টিকা নেয়ার জন্য জটলা করে দীর্ঘসময় অপেক্ষায় থাকা জমায়েতে কে শিক্ষার্থী আর কে অভিভাবক তা বুঝে ওঠা মুশকিল। শিক্ষার্থী আর অভিভাবকরা বলছেন, টিকা প্রদান ব্যবস্থাপনা অনিয়মে ভরা। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, আয়োজন ঢের ভালো।
একসঙ্গে ৭-৮টি স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী এসেছে টিকা নিতে, হট্টগোল আর বিশৃঙ্খলায় তারা বুঝে উঠতে পারছে না কি করবে। যে যেভাবে পারছে টিকা কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে। কেন্দ্রের বরান্দা বা সিঁড়ি, সবখানে শিক্ষার্থীরা অবস্থান করছে গায়ে গা লাগিয়ে। অনেকের মুখে নেই মাস্কও।
টিকা দিতে শিশুরা যাতে ভয় না পায়, তাই অনেক অভিভাবকও এসেছেন তাদের সাথে। কিন্তু এত শিক্ষার্থীর ভিড়ে কারো যেন কিছুই করার নেই। অনেক শিক্ষার্থী ধাক্কাধাক্কিতে আহতও হচ্ছে। একটি টিকা পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। শিক্ষাথীদের জন্য নেই নূন্যতম খাবার পানির ব্যবস্থাও।
অভিভাবকরা বলছেন, করোনা সংক্রমণের মধ্যে এমন অব্যবস্থাপনা ভাবিয়ে তুলছে তাদের। এদিকে শিক্ষার্থীদের টিকা দেয়ায় অব্যবস্থাপনা নিয়ে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদের বক্তব্য দায়সারা। তার বক্তব্য, টিকা দেয়ার এই আয়োজন যথেষ্ট ভালো। তিনি হট্টগোলের দায় অভিভাবকদের ওপর চাপিয়ে বলেন, পুলিশ দিয়ে এ ভিড় নিয়ন্ত্রণ সম্ভব নয়। অভিভাবকরা চাইলে তাদের শিশুদের মধ্যে নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে পারতেন।
প্রসঙ্গত, খুলনায় ২ লাখ ৩৭ হাজার স্কুল শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনা হবে।
/এডব্লিউ
Leave a reply