বিতর্কিত নাগরিকত্ব বিল পাস করতে জোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। রোববার (১৬ জানুয়ারি) দেশটির পার্লামেন্টের মন্ত্রীসভায় বিলটির প্রতি সমর্থন জানিয়েছে মন্ত্রীরা। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম হেরিটেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে আটকাতে আরও একধাপ অগ্রসর হলো দেশটির সরকার।
নতুন এই আইনটি পাশ হলে ইসরায়েলের নাগরিককে বিয়ে করলেও নাগরিকত্ব পাবে না কোনো ফিলিস্তিনি। ফলে দেশটিতে স্থায়ীভাবে বসবাসও করতে পারবেন না তারা। নতুন এই প্রস্তাবনা এনেছেন ইসরাইলের রিলিজিয়াস জিওনিজম পার্টির সদস্য সিমচা রোথম্যান। এর আগে একই ধরনের একটি প্রস্তাবনা এনেছিলেন দখলদার ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আয়েলেত সাকেদ। এই দুটি প্রস্তাবনাকে এক করে এবার একটি স্থায়ী আইনে পরিণত করতে কাজ করছে ইসরায়েলের সরকার।
তবে ২০০৩ সাল থেকে এই ধরনের একটি অস্থায়ী আইন প্রচলিত আছে দেশটিতে। প্রতিবছরই এর মেয়াদ বৃদ্ধি করে সরকার। তবে গত বছরের জুলাইয়ে এর মেয়াদ শেষ হলেও নবায়ন করা সম্ভব হয়নি। তাই এবার গোটা বিষয়টিকেই একটি স্থায়ী রূপ দিতে চায় দখলদার ইসরায়েল।
এসজেড/
Leave a reply