চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন

|

মনোয়ার হোসেন জুয়েল,  চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও  প্রত্যেককে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জিয়াউর রহমান ১ জন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। অপর ২ আসামি পলাতক রয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো, সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের চুনাখালি গ্রামের মো. কসিমুদ্দিন এর ছেলে সোহেল বাবু (২৭), অপর ২ পলাতক আসামি একই এলাকার বিশু খলিফার ছেলে দবির আলী (২৮) ও ফড়িং বিশ্বাস এর ছেলে আমিনুল ইসলাম (২৩)।

মামলার বিবরণে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৫ সালের ৬ জুন সন্ধ্যা ৭টায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ডাইং এলাকার একটি বাথান বাড়িতে নিয়ে গিয়ে সোহেল বাবু, দবির আলী ও আমিনুল ইসলাম মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় ভিকটিম চিৎকার করলে আশপাশের লোকজন সোহেলকে আটক করে এবং অপর ২ জন পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে গত ৭ জুলাই নবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে। গত ৩০ জুন ২০১৫ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তরী কর্মকর্তা দুলাল উদ্দিন।

সাক্ষ্য প্রমানাদি শেষে, বুধবার বেলা সাড়ে ১১ টায় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আসামি সোহেল বাবুর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা এবং আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট বিলকিস খ্তাুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply