পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার এখন পর্যন্ত বিদেশে কোনো লবিস্ট নিয়োগ করে নাই; জনসংযোগ বা পিআর ফার্ম নিযুক্ত করেছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।
শাহরিয়ার আলম এ সময় বলেন, দেশ বিরোধী প্রচারণায় লবিস্ট নিয়োগ করে বিএনপি ২.৭ মিলিয়ন ডলার খরচ করেছে। দলটি বিদেশে এসব টাকা কীভাবে পাঠিয়েছে, এর তথ্য জানতে চেয়ে বাংলাদেশের ব্যাংকের কাছে আজই চিঠি দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
র্যাবের ওপর নিষেধাজ্ঞা সরকারের কূটনৈতিক পরাজয় বা বিএনপির লবিস্টদের বিজয় নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাতেই সমাধানের আশা বাংলাদেশের, এমনটাও উল্লেখ করেছেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের শিগগিরই লবিস্ট নিয়োগের পরিকল্পনা নেই। এছাড়া বাংলাদেশ বিরোধী প্রচারণার জন্য বিদেশে থাকা কারও পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
/এমএন
Leave a reply