জামকালো আয়োজনে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে পর্দা উঠেছে ২১তম কমনওয়েলথ গেমসের। রানী এলিজাবেথের পক্ষ থেকে গেমসের উদ্বোধন করেন প্রিন্স চালর্স।
এদিকে গেমসের বক্সিং ইভেন্ট শুরুর আগেই বাংলাদেশকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে। ইভেন্ট শুরুর আগে নির্ধারিত সভায় কর্মকর্তারা উপস্থিত না থাকায় এই শাস্তি বক্সারদের। তবে বিওএ’এর পক্ষ থেকে চেষ্টা চলছে দলকে আবারও রিংয়ে ফেরানোর।
বাজে আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরুর আধা ঘন্টা প্রিন্সেস ক্যামিলাকে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন প্রিন্স চালর্স। মনোজ্ঞ অনুষ্ঠানে তুলে ধরা হয় অস্ট্রেলিয়ার ঐতিহ্য। বিশেষ করে ফুটে উঠে আয়োজক গোল্ড কোস্টের কালচার। পরে আতশবাজীর আলোকছটায় মন্ত্রমুগ্ধ হোন গ্যালারীতে উপস্থিত ৩৫ হাজার দর্শক।
এবারের আসরে বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত ৭১টি দেশের ৬ হাজার অ্যাথলেট অংশগ্রহণ করছেন। বাংলাদেশ ছয়টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হবে পদক জয়ের মিশনে অ্যাথলেটদের লড়াই।
Leave a reply