মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারে ৫ কোটি নয়, বরং ৮ কোটি ৭০ লাখের বেশি ফেইসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়, ক্যামব্রিজ অ্যানালিটিকা। নতুন এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।
ব্রিটিশ গণমাধ্যম- বিবিসির দাবি, এদের মধ্যে ১ কোটি ১০ লাখ ব্রিটিশ নাগরিক। তথ্য চুরির মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য অভিযুক্ত ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে তদন্তের ঘোষণা আসে। প্রতিষ্ঠানটি অবশ্য বলছে, অ্যাপস বানানোর জন্য ফেইসবুক ব্যবহারকারীদের ওপর জরিপ চালানো হয়।
এদিকে, ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন ইস্যুতে ভুল স্বীকার ও ক্ষমা করেছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এ বিষয়ে ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের হাউজ অব কমার্স কমিটিতে মার্ক জাকারবার্গ ও ক্যামব্রিজ অ্যানালিটিকার শুনানি হওয়ার কথা।
Leave a reply