সানায় সৌদি জোটের বিমান হামলায় নিহত ২০

|

সানায় সৌদি জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০।

ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলায় ২০ জন ইয়েমেনি নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় কর্তৃপক্ষের। খবর রয়টার্সের।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সৌদি আরব সমর্থিত জোট এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার আবু ধাবিতে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার জবাবেই মঙ্গলবারের হামলা চালিয়েছে সৌদি সমর্থিত জোট। সোমবার হুতিদের চালানো হামলায় সৌদি আরবে বসবাসকারী পাকিস্তানি ও ভারতীয় নাগরিকসহ ৩ জন নিহত হন। এ সময় হুতিরা সৌদি আরবে অন্তত ৮টি ড্রোন পাঠিয়েছিল বলে দাবি সৌদি জোটের।

সানার স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় সাবেক এক সামরিক কর্মকর্তা স্ত্রী-সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যসহ নিহত হয়েছেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও কিছু ব্যক্তি প্রাণ হারিয়েছেন হামলায়।

ইয়েমেনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল মাসিরাহর প্রতিবেদনে জানা গেছে, সৌদি নেতৃত্বাধীন জোট বেসামরিক নারী-শিশুদের ওপর এ কাপুরুষোচিত হামলা চালিয়েছে। হামলায় নারী-শিশুসহ এখন পর্যন্ত ২০ জন নিহতের খবর নিশ্চিত করেছে তারা। এছাড়া আহত হয়েছেন ১১ জন, ধ্বংস হয়ে গেছে ৫টি ভবন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply