নিউইয়র্কের ব্রঙ্কসে আবাসিক ভবনে আবারও হলো ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবারের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাসিন্দা; দগ্ধ হয়েছেন আরও ৮ জন।
মেয়র এরিক অ্যাডামস জানান, হাসপাতালে চলছে দগ্ধদের চিকিৎসা। তাদের মধ্যে দু’জনের অবস্থা সংকটাপন্ন। আগুন নেভানো এবং উদ্ধারকাজের সময় আহত হয়েছেন পাঁচ পুলিশ কর্মকর্তাও।
বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ উডস্টক এলাকায় হয় অগ্নিকাণ্ড। মুহূর্তেই ধসে পড়ে তিনতলা ভবনের একাংশ। ভারি ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ফায়ার ব্রিগেড এবং জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১০০ সদস্যদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইনের ত্রুটি থেকেই ঘটেছে বিস্ফোরণ। পুরো এলাকায় বন্ধ রাখা হয়েছে গ্যাস সরবরাহ। ৯ জানুয়ারি ব্রঙ্কস এলাকাতেই বহুতল ভবনে হয় অগ্নিকাণ্ড। তাতে প্রাণ হারান কমপক্ষে ১৭ জন।
ইউএইচ/
Leave a reply