আবারও পয়েন্ট হারালো চেলসি

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারিয়েছে চেলসি। এবার ব্লুদের ১-১ গোলে রুখে দিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওন।

অ্যাওয়ে ম্যাচে বল পজেশন, আক্রমণের সংখ্যা, সব কিছুর বিচারে এগিয়ে ছিল চেলসি। সবকিছু ঠিক মতোই হয়েছে প্রথমার্ধে। ২৮ মিনিটে হাকিম জিয়াচের দুর্দান্ত শটে লিড নেয় টুখোলের দল। লিড নিয়েও আধিপত্য ধরে রাখে চেলসি কিন্তু আর গোলের দেখা মেলেনি। উল্টো ৬০ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক ব্রাইটন।

কর্নার থেকে পাওয়ারফুল হেডারে ওয়েবস্টার সমতায় নাম তোলেন স্কোর শিটে। ম্যাচের বাকি ৪০ মিনিট চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় ড্রতেই তুষ্ট থেকে মাঠ ছাড়তে হয় চেলসিকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply