Site icon Jamuna Television

মাজারে দুই নারীর লাশ

মুন্সিগঞ্জ সদরে এক মাজার থেকে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে কাটাখালির ভিটিশিল মন্দির এলাকার পাশের মাজার থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত আমেনা বেগম এবং তাইজুন খাতুন রাতে মাজারের ভেতরেই ছিলেন। মধ্যরাতে কে বা কারা তাদের গলা কেটে হত্যা করে।

সকালে মাজারের খাদেম লাশ দু’টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

এদিকে বগুড়া সদরের চক ফরিদ এলাকায় নববধূ ফাতেমা আক্তারকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

/কিউএস

Exit mobile version