সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ালেই ৫ বছরের কারাদণ্ড, সাথে গুণতে হবে মোটা অংকের জরিমানা। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সৌদি আরব ঘোষণা করলো এই শাস্তি।
সম্প্রতি দেশটির রাজধানী রিয়াদে হওয়া বিশাল কনসার্টে নারীদের যৌন হয়রানির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। এরই প্রেক্ষিতে কঠিন পদক্ষেপ নেয়া হয়েছে।
গত ১৪ জানুয়ারির আয়োজনে কে-পপ ব্যান্ড স্ট্রে কিডসের যোগ দেয়ার কথা ছিল। কিন্তু ভক্তদের হতাশ করে শেষ মুহূর্তে তারা বাতিল করে কনসার্ট। সেখান থেকেই ফেরার সময় রাস্তায় বহু সৌদি নারী যৌন হয়রানির শিকার হন বলে প্রচার হতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে মানবাধিকার কর্মীরা নিয়ে সোচ্চার হন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পশ্চিমাদের সাথে তাল মেলাতে নানামুখী সংস্কার উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে ছিল বিশাল এই আয়োজন।
এসজেড/
Leave a reply