প্রণোদনার আওতায় ব্যাংকগুলোর ঋণ বিতরণের গতি আরও কমেছে

|

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত শিল্প, কৃষিসহ বিভিন্ন খাতে কম সুদে ঋণ দিচ্ছে ব্যাংকগুলো। তবে সরকারের সুদ ভর্তুকির আওতায় বিতরণ করা ঋণের গতি আগের চেয়ে আরও কমেছে। চলমান সাতটি প্যাকেজের ৬৭ হাজার কোটি টাকার মধ্যে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বিতরণ হয়েছে মাত্র ১৭ হাজার কোটি টাকা। এটি মোট তহবিলের মাত্র ২৬ শতাংশ।

শুরু থেকেই প্রণোদনার আওতায় ঋণ বিতরণে ব্যাংকগুলোর অনীহা আছে। প্রথম পর্যায়ে বিতরণ করা ঋণের একটি অংশ আদায় হচ্ছে না। গ্রাহক টাকা ফেরত না দিলেও বাংলাদেশ ব্যাংক সময়মতো ব্যাংকের হিসাব থেকে পুনঃঅর্থায়নের টাকা কেটে নিচ্ছে। এ কারণে ঋণ বিতরণ কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে অনেক কম।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বড় শিল্প ও সেবা খাতের গ্রাহকদের জন্য ৩৩ হাজার কোটি টাকার তহবিল রয়েছে। সেখান থেকে গত ডিসেম্বর পর্যন্ত বিতরণ হয়েছে ৯ হাজার কোটি টাকা। ৯১৭টি শিল্প প্রতিষ্ঠানকে সাড়ে চার শতাংশ সুদে দেওয়া হয়েছে এই ঋণ সুবিধা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য ২০ হাজার কোটি টাকার তহবিল রয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত ৩২ হাজার প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ৫ হাজার কোটি টাকা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply