ইউক্রেনের সাথে উত্তেজনা নিরসনে রাশিয়াকে আলোচনার আহ্বান ন্যাটোর

|

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের (ডানে) সাথে ন্যাটো মহাসচিব জেমস স্টোলটেনবার্গ। ছবি: সংগৃহীত

ইউক্রেনের সাথে চলমান উত্তেজনা নিরসনে রাশিয়াকে নতুন করে আলোচনার আহ্বান জানিয়েছে ন্যাটো। গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) সংস্থাটির মহাসচিব জেনস স্টোলটেনবার্গ জানান, কয়েক দফা বৈঠকের প্রস্তাব দেয়া হয়েছে মস্কোকে।

বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে বৈঠকের পর জেনস স্টোলটেনবার্গ বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপ এড়িয়ে সমস্যা সমাধানে অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে। খুব দ্রুত আলোচনা হতে পারে বলে আশাবাদ জানান ন্যাটো মহাসচিব। তবে নির্দিষ্ট কোনো দিন-তারিখ জানাননি তিনি।

আরও পড়ুন: করোনা ছড়াচ্ছে ইঁদুর জাতীয় প্রাণী থেকে!

ন্যাটোর প্রস্তাবের জবাবে মস্কো জানায়, যেকোনো আলোচনার আগে তাদের নিরাপত্তাজনিত দাবিগুলো নিয়ে সন্তোষজনক উত্তর দিতে হবে পশ্চিমাদের। চলমান উত্তেজনার শুরু থেকেই ইউক্রেনে আগ্রাসনের পরিকল্পনা নেই বলে দাবি করে আসছে রাশিয়া। যদিও সীমান্তে প্রায় ১ লাখ সেনা মোতায়েন করেছে দেশটি।

আরও পড়ুন: চলতি বছর বেকার হবেন ২০ কোটির বেশি মানুষ!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply