সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:
দল থেকে করলেও বহিষ্কার করলেও দল পরিবর্তন করবেন না বা অন্য কোনো দলেও যোগ দেবেন না বলে জানিয়েছেন বিএনপির সব পদ থেকে বহিষ্কার নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে নগরীর মাসদাইর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।
তৈমূর আলম খন্দকার বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএমের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলবো। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাবো। অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে আপনারা কেউ ইভিএম মেনে নিবেন না। এটা ভোট ডাকাতের বাক্স।
বহিষ্কারের ব্যাপারে তৈমূর বলেন, আমি মনে করি রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়। কিন্তু পদ-পদবী দরকার হয় না। আমার প্রতি দলের এই সিদ্ধান্ত কেউ আমাকে টেলিফোনে বা চিঠিতে কেউ জানায়নি। তবে আমি দলের সিদ্ধান্ত নেমে নিলাম। আমাকে পদ থেকে বহিষ্কার করেছে। কর্মী থেকেতো বহিষ্কার করেনি। পদ থেকে বহিষ্কার করলেও দলের কর্মী সমর্থক হিসেবে কাজ করে যাবো। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকবো। অন্য কোনো প্লাটফর্মে যাবো না।
দলের এই সিদ্ধান্তে কারো প্রতি কোনো ক্ষোভ নেই বলেও জানান তৈমূর আলম খন্দকার।
Leave a reply