আগামী ১১ ও ১২ মে বাংলাদেশ ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। সেই সাথে ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ছাত্রলীগ সভাপতি।
তিনি বলেন সাংগঠনিক কাঠামো সক্রিয় রাখতে ২৪ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ এবং ২৬ এপ্রিল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইনও উপস্থিত ছিলেন।
Leave a reply