ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে বিদেশি অস্ত্র ও মাদকসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার সময় ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. জামাল পাশা এই তথ্য জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম।
পুলিশের ওই কর্মকর্তা জানান, মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে শহরতলীর ভাজনডাঙ্গা এলাকায় খায়রুজ্জামান ওরফে রিজবী শেখ (২১) এর বাড়িতে তল্লাশী চালানো হয়। এ সময় বিদেশি ৭.৬৫ আগ্নেয়াস্ত্র (পিস্তল), ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। ওইদিনই গ্রেফতার করা হয় রিজবীকে।
অপর ঘটনায় কোমরপুর এলাকায় খোকন খানের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতবাড়ির ভেতর থেকে ৬ কেজি গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় খোকন খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে দু’টি মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হচ্ছে।
এসজেড/
Leave a reply