মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীর ডকইয়ার্ডে নোঙ্গর করে রাখা একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণে ৩ নৌ সেনা নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। খবর বিবিসির।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) আইএনএস রনভির নামক যুদ্ধজাহাজে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের সময় জাহাজটি নোঙর করা ছিল বলে জানা গেছে। অস্ত্র বা গোলাবারুদ নয়, বরং রণতরীর উইন্ডমিল কম্পার্টমেন্টে হওয়া বিস্ফোরণ থেকেই হতাহতের ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। বুধবার এক টুইট বার্তায় নিহতদের পরিচয় প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন ভারতের নৌপ্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।
জানা গেছে, ১৯৮৬ সালের এপ্রিলে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া আইএনএস রানভির সোভিয়েত আমলের ডেস্ট্রয়ার জাতীয় জাহাজ। এটি ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে পুরনো যুদ্ধজাহাজগুলোর মধ্যেও অন্যতম।
/এসএইচ
Leave a reply