১৭ জানুয়ারি বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তামিল অভিনেতা ধানুশ ও পরিচালক ঐশ্বরিয়া। তবে তামিল অভিনেতা ধানুশের বাবা তামিল ছবির পরিচালক কস্তুরী রাজা একে বিবাহবিচ্ছেদ বলতে রাজি নন, তিনি একে বলছেন পারিবারিক বিবাদ। খবর আনন্দবাজার পত্রিকার।
স্থানীয় সংবাদমাধ্যমকে কস্তুরী রাজা বলেন, ধানুশ ও পরিচালক ঐশ্বরিয়া এই মুহূর্তে চেন্নাইতে নেই। দু’জনেই হায়দ্রাবাদে। ফোন করে তাদের সাথে কথা বলে কিছু পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে ধানুশ ও ঐশ্বরিয়ার বন্ধুরা বলেছেন এই বিচ্ছেদ অবশ্যম্ভাবী ছিল। তাদের দাবি, কাজের জন্য ধানুশ নিজের পরিবারকে গুরুত্ব দেন না। তাদের দুই ছেলে যাত্রা এবং লিঙ্গার সঙ্গে বেশি সময় কাটান ঐশ্বরিয়া।
Leave a reply