বলিউড অভিনেতা সালমান খানের আজকের রাত যোধপুর কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ব্যারাকে কাটবে। তার কয়েদি নম্বর ১০৬ বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। খবর: এনডিটিভি।
আজ বৃহস্পতিবার দুই কৃষ্ণহরিণ শিকার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যোধপুরের একটি আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সালমান খানের আইনজীবীরা আজ তার জামিনের ব্যবস্থা করতে পারবেন না। আবেদন শেষে শুনানি হতে আগামীকাল পর্যন্ত সময় লেগে যাবে। তাই আজ রাত তাকে জেলেই কাটাতে হবে এই নায়ককে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, জামিন পেতে রাজাস্থান হাইকোর্টের দিকে রওনা হয়েছেন সালমান, তার মানে আজ রাত কারাগারে কাটবে তার।
Leave a reply