তৃতীয় দিনের মতো চলছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি। ভিসির পদত্যাগ দাবিতে এখনও অনড় অবস্থানে তারা।
এদিকে, অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার (২১ জানুয়ারি) সকাল থেকে আরও ৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হলো ১১ জন শিক্ষার্থী। হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তারা অনশন চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
ক্যাম্পাসে অনশনরতদের কয়েকজনকে স্যালাইন দেয়া হচ্ছে। ওসমানী মেডিকেল কলেজের একদল ইন্টার্ন চিকিৎসক সেখানে আছেন। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে অনড় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার কয়েক দফায় ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনার চেষ্টা করেন শিক্ষকরা। তবে আস্থা অর্জনে ব্যর্থ হয়ে, ফিরে যান তারা।
এসজেড/
Leave a reply