ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে ছাত্রদের দফায় দফায় সংঘর্ষে আবারও উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। পুলিশের গুলিতে নতুন করে প্রাণ গেছে একজনের।
ভারতীয় গণমাধ্যম জানায়, তিনদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার খোলা হয় কাশ্মিরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এসময় ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কর্মসূচিতে বাধা দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় দুপক্ষের সংঘর্ষে প্রাণ যায় একজনের। গেল সপ্তাহে বেসামরিক-স্বাধীনতাকামীসহ অন্তত ২০ জনের প্রাণ যায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে। তারই প্রতিবাদে বন্ধ রাখা হয় সব বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠান।
Leave a reply