পানির ব্যবহার কমাতে বাণিজ্য মেলায় এলো ডিজিটাল টব

|

পানি সাশ্রয়ে অভিনব বিভিন্ন কৃষি প্রযুক্তি নিয়ে এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো স্টল নিয়েছে ‘এ এইচ ডিজিটাল টব’। ২০২০ সালে যাত্রা শুরু করলেও মেলায় এবারই প্রথম অংশগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, বিশেষায়িত এসব পণ্য ব্যবহারে পানি খরচ স্বাভাবিকের চেয়ে ৮০ শতাংশ কমিয়ে আনা সম্ভব।

এসব টবে একবার পানি দেয়ার পর গাছে নতুন করে পানি দিতে হবে না কমপক্ষে তিন মাস। দীর্ঘ সময় বাড়িতে না থাকলেও, কোনো মানুষের সাহায্য ছাড়া, শুধু অ্যাপ দিয়েই পানি দেয়া যাবে গাছে। ছাদ কৃষি থেকে শুরু করে নার্সারির জন্য এমন অভিনব সব উদ্ভাবন নিয়ে এবার বাণিজ্যিকভাবে নিয়ে এসেছে এ. এইচ ডিজিটাল টব। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার হল বি’তে স্টল নিয়েছে প্রতিষ্ঠানটি।

আকারভেদে টবের দামেও আছে ভিন্নতা। প্রতিষ্ঠানটি কৃষির সাথে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে বাণিজ্যিকভাবে সফল হতে চাইছে। ডিজিটাল টবগুলো অ্যানালগ পদ্ধতিতেও ব্যবহার করা সম্ভব।

প্রতিষ্ঠানটির দাবি, তাদের প্রযুক্তি কৃষিক্ষেত্রে ব্যবহার করলে পানির ব্যবহার ৮০ শতাংশ কমিয়ে আনা সম্ভব। যা অতিরিক্ত পানি উত্তোলনও কমাতে সহায়ক হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply