আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠেছে লিভারপুল। দিয়েগো জটার জোড়া গোলের সাথে থমাস পার্টি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বিদায় নেয়া ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না মিকেল আর্টেটার জন্য।
ইয়ুর্গেন ক্লপ অলরেডদের দায়িত্বে আসার পর লিভারপুলের কাছে ১৬ ম্যাচে ৪৩ গোল হজম করেছে গানাররা। তাই সাম্প্রতিক ইতিহাস পাল্টে ফেলতে দারুণ কিছুই করতে হতো আর্সেনালকে। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে থমাস পার্টি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সর্বনাশের ষোলকলা পূর্ণ হয় গানারদের।
প্রতিপক্ষের মাঠে গোলশূন্য ড্র নিয়ে ফেরায় ফাইনালের স্বপ্ন কিছুটা টিকে ছিলো গানারদের। কিন্তু এমিরেটসে নিজেদের সেই ঝলক আর দেখাতে পারেনি আর্সেনাল। ম্যাচের ১৯ মিনিটে ডিয়াগো জটার গোলে লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হতে পারেনি আর্সেনাল। উল্টো ৭৭ মিনিটে জটার ২য় গোলে জয় নিয়ে ফাইনালে উঠে যায় অলরেডরা। ২৭ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে ফাইনালে তাদের প্রতিপক্ষ চেলসি।
আরও পড়ুন: কোপা দেল রে: বার্সার বিদায়, রিয়ালের কষ্টার্জিত জয়
Leave a reply