বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর প্রথম ম্যাচে স্কোরবোর্ডে তেমন রান না উঠলেও দ্বিতীয় ম্যাচে চার-ছক্কার ফুলঝুড়ি দেখা গেছে। টস হেরে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্সের বিপক্ষে ১৮৪ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা।
ব্যাটিং করতে নেমে দলের পক্ষে দারুণ সূচনা এনে দেন ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ শেহজাদ। উদ্বোধনী জুটিতেই আসে ৬৯ রান। ২৭ বলে ৪২ রান করা শেহজাদ রান আউটের ফাঁদে পড়লে ভাঙে এই জুটি। দলীয় ১০৯ রানে ৪২ বলে ৫০ রান করে ফিরে যান তামিম ইকবালও। ১১৭ রানের মাথায় আউট হন নাঈম শেখও। উইকেটে থিতু হতে পারেননি আন্দ্রে রাসেলও। ১২৫ রানের মাথায় ৭ রান করে আউট হন এই ক্যারিবিয়ান। তবে খুলনার বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার ২০ বলে ৩৯ রানেই ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলতে সক্ষম হয় ঢাকা।
খুলনার হয়ে ৪১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন কামরুল ইসলাম রাব্বি। ৪ ওভারে ২৭ রান দিয়ে একটি উইকেট নেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। উইকেট না পেলেও ৪ ওভার বল করে মাত্র ২৪ রান দেন মেহেদী হাসান।
জেডআই/
Leave a reply