উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য ভয়াবহ দুর্ভোগ পোহাতে হবে যুক্তরাষ্ট্রকে। এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে কিম জং উন সরকার।
জেনেভায় জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরীয় প্রতিনিধি বলেছেন, ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সংঘাতের পথ তৈরি করছে।
বস্ত্র, কয়লা, সীসা এবং সামুদ্রিক খাবার রফতানির ওপর নতুন নিষেধাজ্ঞার কারণে বছরে প্রায় দেড়শো কোটি মার্কিন ডলারের রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে উত্তর কোরিয়া। জাতিসংঘ বলছে, অর্থনৈতিক চাপ প্রয়োগ করে পরমাণু কর্মসূচি থেকে পিয়ংইয়ং’কে সরিয়ে আনতেই এ পদক্ষেপ।
অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, আগ্রাসী আচরণ বন্ধ না করলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
/কিউএস
Leave a reply