ভয়াবহ পরিণতি হবে যুক্তরাষ্ট্রের: উত্তর কোরিয়া

|

FILE - In this April 15, 2017, file photo, North Korean leader Kim Jong Un waves during a military parade in Pyongyang, North Korea to celebrate the 105th birth anniversary of Kim Il Sung. The strongest U.N. sanctions in a generation may still prove no match for North Korea’s relentless nuclear weapons ambitions. Even in diplomatic triumph, the Trump administration is gambling that it has enough time to test if economic pressure can get Kim Jong Un’s totalitarian government to end its missile advances and atomic weapons tests (AP Photo/Wong Maye-E, File)

উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য ভয়াবহ দুর্ভোগ পোহাতে হবে যুক্তরাষ্ট্রকে। এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে কিম জং উন সরকার।

জেনেভায় জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরীয় প্রতিনিধি বলেছেন, ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সংঘাতের পথ তৈরি করছে।

বস্ত্র, কয়লা, সীসা এবং সামুদ্রিক খাবার রফতানির ওপর নতুন নিষেধাজ্ঞার কারণে বছরে প্রায় দেড়শো কোটি মার্কিন ডলারের রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে উত্তর কোরিয়া। জাতিসংঘ বলছে, অর্থনৈতিক চাপ প্রয়োগ করে পরমাণু কর্মসূচি থেকে পিয়ংইয়ং’কে সরিয়ে আনতেই এ পদক্ষেপ।

অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, আগ্রাসী আচরণ বন্ধ না করলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply