মধ্য আটলান্টিকে সন্তান প্রসব করলেন অভিবাসী

|

ছবি: সংগৃহীত

ছোট একটি ডিঙি নৌকায় করে আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে সন্তানের জন্ম দিয়েছেন এক অভিবাসনপ্রত্যাশী মা। নবজাতক ও মা উভয়েই সুস্থ আছেন, ইতোমধ্যেই তাদেরকে উদ্ধ্বার করেছে স্পেনের সমুদ্ররক্ষীরা। খবর ডয়চে ইএফই’র।

স্পেনের সংবাদ মাধ্যম ইএফই জানিয়েছে, বুধবার (১৯ জানুয়ারি) রাতে স্পেনের উপকূলরক্ষীরা ক্যানারি দ্বীপ থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে ভাসমান ওই ডিঙি নৌকাটিকে উদ্ধার করে। নৌকাটিতে মোট ৬০জন অভিবাসী ছিলেন বলে জানা গেছে।

ইএফই’র টুইট।



ইএফই জানিয়েছে, ৬০ জন অভিবাসীর ওই দলটি একটি রাবারের ডিঙি নৌকায় করে যাত্রা করছিল। পথিমধ্যে নৌকার এক যাত্রী সন্তান প্রসব করেন। ওই অভিবাসীদের উদ্ধার করে নিকটবর্তী গ্রানতারজালা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।  

স্পেনের অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা কামিনান্দো ফ্রনটিয়ার্স এর কর্মকর্তা হেলেনা মালেনো অভিবাসী ওই মাকে সাহসী আখ্যা দিয়ে বলেন, উনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সাহসী মা ও তার সন্তান নিরাপদেই বন্দরে পৌছেছেন।     


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply