দুই সদস্যের মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে উত্তপ্ত চবি ক্যাম্পাস

|

ছবি: সংগৃহীত।

মাত্র ২ সদস্যের মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাধিক গ্রুপ উপগ্রুপ মুখোমুখি। এদের চরম দ্বন্দ্ব-কোন্দল আর সংঘাত-সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। একপক্ষ নতুন কমিটির গঠনের দাবি জানালেও অন্যপক্ষ নিজ অবস্থানে অনঢ়। চলছে পাল্টাপাল্টি কর্মসূচি।

তৃণমূল নেতাকর্মীদের দাবি, গঠনতন্ত্রে কমিটির মেয়াদ এক বছর। কিন্তু গত তিন বছর শুধুমাত্র সভাপতি-সাধারণ সম্পাদক দিয়েই চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম। হয়নি পূর্ণাঙ্গ কমিটি।

আরও পড়ুন: খোলা থাকবে রাবির হল, ক্লাস-পরীক্ষা অনলাইনে

গত ১৭ জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা ক্যাম্পাসে আসলে কমিটির দাবিতে বিক্ষোভ করেন ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী। ২৫ জানুয়ারির মধ্যে কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটির খসড়া পাঠানোর আশ্বাস দিয়ে পরিস্থিতি তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা গেলেও, রাতে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ।

কারও চাপে নয়, গঠনতন্ত্র মেনেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছিলো ২০১৯ সালের ১৪ জুন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply