স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:
পটুয়াখালীতে আগুনে পুড়ে গেছে ৪টি স্টেশনারি দোকান ও ১টি খাবার হোটেল। পরে ২ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় শহরের ২নং বাঁধঘাট এলাকার ৯৭ নং জৈনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ অগ্নিকাণ্ড হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙে গেলে স্থানীয়রা দেখে উত্তরপাশের দোকানে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসকে ফোন করা হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. ফিরোজ আহমেদ ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির হিসাব জানতে চাইলে তিনি বলেন, ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
/এডব্লিউ
Leave a reply