সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ে আমরণ অনশনরত ২৪ শিক্ষার্থীর প্রতি একাত্মতা ও ভিসির
পদত্যাগের দাবিতে খুলনায় মানববন্ধন হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাম রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকারের ইন্ধনে ভিসির নির্দেশে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশ গুলি চালিয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করেছে।
ভিসির পদত্যাগ সময়ের দাবি হিসেবে মন্তব্য করে তারা বলেন, এ দাবি না মানা পযন্ত ২৪ শিক্ষার্থীর আমরণ অনশনকে তারা আন্দোলনের অন্যতম হাতিয়ার হিসেবে মনে করছে। মানববন্ধন শেষে পদযাত্রা হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
/এসএইচ
Leave a reply