শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে শিক্ষকদের সাথে বৈঠক করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে শাবিপ্রবি শিক্ষক ছাড়াও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত রয়েছেন। তবে বৈঠকে কোনো শিক্ষার্থী উপস্থিত নেই।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ বৈঠক শুরু হবে বলে সংবাদমাধ্যমকে জানান শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবুল খায়ের।
বৈঠকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের প্রতিনিধিদলে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাশ, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. খায়েরুল ইসলাম রুবেল ওই সভায় অংশ নিয়েছেন।
/এডব্লিউ
Leave a reply