কোরান পাঠ করলে মনে শান্তি আসে। তেমনি পশুদের সামনে কোরান পাঠ করা হলে তাদের মনেও শান্তি আসবে। আর এই শান্তি মনে থাকলে ভালো মানের মাংস পাওয়া যাবে। এমন যুক্তিতে গরুর সামনে কোরান পাঠের পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার একটি প্রদেশের উচ্চপর্যায়ের কর্মকর্তা।
জানা যায়, মালয়েশিয়ার স্থানীয় কেলান্টান প্রদেশের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য চে আবদুল্লা মাত নাওয়ি গরু থেকে ভালো মাংশ পাওয়ার জন্য গরুর সামনে কোরান পাঠের এই প্রস্তাব দিয়েছেন।
তবে ঠিক কবে থেকে এই প্রস্তাব কার্যকর হবে তা এখনও ঠিক হয়নি, কেলান্টান প্রদেশে চে-র দল প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি ক্ষমতাসীন হলেও তারা নিজে থেকে এ নিয়ে কিছু করতে চায় না। চে-র আশা, স্থানীয় কৃষকরা তাঁর এই প্রস্তাব হাতে কলমে করে দেখবেন।
Leave a reply