শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনা চলছে

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের অনলাইনে আলোচনা চলছে। শনিবার দিবাগত রাত (২৩ জানুয়ারি) একটার দিকে ভার্চুয়াল মাধ্যমে শুরু হয় এই আলোচনা।

এর আগে, শনিবার সন্ধ্যায় রাজধানীতে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে শাবিপ্রবির চলমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষকের সঙ্গে আলোচনায় বসেন দীপু মনি। ওই আলোচনায় আন্দোলনকারীদের প্রতিনিধি দলের অংশ নেয়ার কথা ছিল। কিন্তু পরে আন্দোলনরত সহপাঠীদের রেখে প্রতিনিধিরা ঢাকায় আসতে রাজি হয়নি।

শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের আলোচনায় বসার জন্য আহ্বান জানান। এর কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে এই আলোচনা শুরু হয়েছে।

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবিপ্রবির শিক্ষকদের বৈঠক সংক্রান্ত সংবাদটি পড়তে চাইলে শাবিপ্রবিতে পুলিশের অ্যাকশন ছিল দুঃখজনক: শিক্ষামন্ত্রী লিঙ্কে ক্লিক করুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply