নিউজিল্যান্ডে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট বিস্তারের জেরে নিজের বিয়ে পিছিয়ে দিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে দেশটিতে নতুন কড়কড়ির ঘোষণা দেন তিনি।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, বিয়ের আয়োজনটা হচ্ছে না। কারণ, আমি আলাদা কেউ নই। দেশের বাকি নাগরিকদের দলেই। যাদের মহামারির প্রভাবে ভুগতে হচ্ছে। নিউজিল্যান্ডের লাখ লাখ নাগরিক আরও বড় বিপর্যয়ের মুখে পড়েছে। আমার কষ্ট তাদের তুলনায় কিছুই নয়। আমাদের একে অপরের জন্য এই ত্যাগটুকু করতে হবে। জীবন এমনই।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাধ্যতামূলক মাস্ক পরা ও জনসমাগম সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিউজিল্যান্ডে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়া মোট ৯ জনের দেহে মেলে ওমিক্রনের উপস্থিতি। এরপরই ব্যাপক সতর্ক হয় কিউই প্রশাসন। নতুন বিধি অনুযায়ী বিয়ের মতো কোনো আয়োজনে উপস্থিত হতে পারবে সর্বোচ্চ ১০০ জন। তবে অবশ্যই টিকার সনদ থাকতে হবে সবার।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ
প্রসঙ্গত, জেসিন্ডা আরডার্ন ও তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ড এর আগে কখনোই বিয়ের তারিখ প্রকাশ করেননি। তবে ধারণা করা হয়েছিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা বিয়ের তারিখ ঘোষণা করবেন। নতুন বিধিনিষেধের কারণে আগামী মাসের পরে তাদের বিয়ের তারিখ ঘোষণা করা হতে পারে।
Leave a reply