জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভে নেমেছে কঙ্গোর বাসিন্দারা। শনিবার (২২ জানুয়ারি) দেশটির নর্থ কিভু প্রদেশের গোমা শহরে দাবি আদায়ে রাজপথে নামেন কয়েক’শ তরুণ-তরুণী।
মূলত গেল এক সপ্তাহে চার জন নিহতের জেরে আন্দোলন শুরু করেছেন তারা। নাগরিকদের জীবন ও জানমালের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এদিন স্লোগান দিতে থাকেন তারা। খুন, অপহরণ, ছিনতাইসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকার ও প্রশাসনকে সচেষ্ট হবার আহ্বানও বিক্ষোভকারীদের। একপর্যায়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় পুলিশ। টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় তাদের। পরবর্তীতে মোমবাতি ও ফুল হাতে রাতে আবারও বিক্ষোভ করেন তারা। ২০ লাখ বাসিন্দার এই শহরটিতে সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড।
Leave a reply