Site icon Jamuna Television

ময়লার গাড়ির ধাক্কায় এবার পরিচ্ছন্নতাকর্মী নিহত

ফাইল ছবি

রাজধানীর মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় শিখা রানী ঘরামী(৫৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। নিহত শিখা রানীর ঘরামীর ছেলে খোকন ঘরামী বাদী হয়ে তেজগাও থানায় মামলাটি করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যান। ২৫ নভেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান নামে এক ব্যক্তি মারা যান। ২ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা আহত হন।

Exit mobile version